তোমার মাটির 'পরে, আমি পথ গড়ি
নীরবে; অজান্তে কেটে যায় নগ্নবেলা-
পশ্চিমপ্রান্তে; সাজাবো দিয়ে ছিন্নমালা
আমার; ললাট মাঝে চন্দনের সারি।
তোমার বসন সিক্ত; কালো ঝড় দিনে-
সাদা বকের পালক; তব গ্রীবা 'পরে
আসন্ন মাদক ছায়া; বসতির ঘরে
উপোসি মায়ের ন্যায়; আত্ম বলিদানে।


তবে কেন প্রতুলতা! আজ বাক্যবাণে
শিহরিত করি কেন? তোমার ভাবনা
একান্ত নিজস্ব রেখে; মোর অবদানে
অংশ নিতে এসো আজ; কঠিন সাধনা।
আমার গোপন ঘরে, তোমার প্রত্যাশা-
মোর সকল শরীরে - শুদ্ধ ভালোবাসা।
             --------