আমার প্রথম বই, শত কবিতার-
তোমাকে দিয়েছিলাম সুপ্রিয়; শুভেচ্ছা
প্রত্যাশায়, মতামত চেয়েছি স্বেচ্ছায়;
আমার হৃদয়সৃষ্ট প্রাণ চেতনার।
কত রাত জাগা লেখা, মনের ফসল-
হৃদয় গভীর থেকে; আবেগে জীবন্ত-
প্রকৃতির ধার করা; শিশির সুশান্ত,
ব্যর্থ প্রেমের কাহিনি; সাজানো গজল।


দেখেছি আজ পুরানো কাগজের ঘরে;
এক ভাঙা তাকে, মোর কবিতার রাশি।
ছুটে যাই, স্পর্শ করি, হাতে ধরি তারে-
ভিতর পাতায় লেখা, "শুভেচ্ছা প্রত্যাশী"।
আমার বই, গা হিম করা রক্তপ্রেমে-
আজি উঠেছে, পুরানো কাগজের দামে।
               --------