রং আমাদের ঠিকানা; নবীন প্রবীণে,
চেহারা চরিত্রে; পূর্বে- পশ্চিমে- উত্তরে
দক্ষিণে; সতত দেখি, উভয় শিবিরে-
পিতৃ পরিচয় নয়; নিত্য বিভাজনে
রঙের পতাকা খানি, মৃতদেহ 'পরে-
মেলে দেবে। সেও জানি আনন্দ সম্মতি;
নাম নেই, চিন্তা নেই; এই পরিচিতি।
রং গোষ্ঠীস্বার্থে চিহ্নিত, রং বাংলার ঘরে।


হায়রে আমার দেশ! কীবা পরিণতি!
আপন প্রশ্রয় নেই, ভাবনা সংকীর্ণ-
বংশ গৌরব গোপনে, মিছে লক্ষপ্রতি;
নিজে নিজে ভালোবাসা, তীব্র জরাজীর্ণ;
এই পরিচয় 'পরে- করো করাঘাত;
সবার সান্নিধ্য সাথে, করি প্রণিপাত।
           ---------