দেবী উঠেছেন পাটে, সাজসজ্জা সাথে
নয়ন জুড়ানো সে যে, কত আয়োজন -
ফুল-ফল-বেলপাতা; সহস্র ব্যঞ্জন-
তাহার নৈবেদ্য তরে; দিনে আর রাতে।
ভক্তবৃন্দ আসে সবে, মনেতে প্রার্থনা-
জমানো বহুদিনের;  মন্ত্র উচ্চারণে
কত কথা চোখে পড়ে; পরিবার সনে,
সকলি মিটিবে শুভ; দেবীতে অর্চনা।


হেথা নহে মোর নতি; আমার অঞ্জলি
তাহাদের তরে, যারা শত শ্রম করে
দিল উপহার, এই নয়ন শ্যামলি;
ঘর ছেড়ে, রাত জেগে, কত দিন ধরে।
দেবীরে দিয়েছে রূপ, থেকেছে নেপথ্যে;
আমার শত অঞ্জলি, স্রষ্টার সান্নিধ্যে।
             ----------