সকলের আগে ঘুম থেকে উঠে পড়া;
আবার, সবার শেষে ঘুমাতে যাওয়া-
সারাদিন দুটি হাতে, সংসারে চাওয়া
নিপুণতা সাথে; কত দাবি আত্মহারা।
আত্মসুখ নেই কভু, শুধুই উৎসর্গ-
সন্তানে লালন করা, স্বামীর যতন;
হিসেব সবার তরে, সকলে রতন-
"যে রাধে সে চুল বাঁধে" উপহার খড়্গ।


সেই তো আমার মাতা, কন্যা আর বধূ-
সমাজ সংসার মাঝে আমাদের দুর্গা;
তাহারে প্রণাম করো, নিবেদন শুধু;
শত আবদার যেথা মন্দির - দরগা।
কন্যা মানিকরতন, সৌভাগ্য - সমৃদ্ধি;
মাটির প্রতিমা নহে চেতনার শুদ্ধি।
         --------


**খড়্গ = ড়্গ এক সাথে লেখা যায় নি।