তুমি যখন বোধন দেখ, আমি দেখি
বিসর্জন; তুমি দেখ, দেবীর বদন-
মাতৃরূপ আনন্দিত; সুখচিত্র আঁকি
আপনার সমাহার। আমার নয়ন-
শুধু ছিল বারোয়ারি তলে; এতদিনে
গৃহছাড়া হয়ে- শুধু আমার আনন্দ
দিতে; আজ তারা নেই ঠাকুর দালানে
উপস্থিত, প্রাণহীন লাগে সব ছন্দ।


সেই স্রষ্টা গণি, নিজ হাতে গড়িয়াছে
সুখের পরশ;  কত দিন অবিশ্রান্ত-
চক্ষুদানে, রংতুলির আঁচড় দিয়েছে
শেষে; আজ প্রান্তে দেখি, সে যে বড়ো ক্লান্ত।
ঢাকের কাঠিতে জাগে জীবন প্রতিমা;
বিসর্জনে বোধন যে, ভাসে দূরসীমা।
            ---------