সবাই এসেছে দেখি, দেবী-মা দর্শনে
সাজসজ্জা আনন্দিত মনে; ভাবি আজ,
আমারও ছিল শখ; নতুন বসনে ...
ভাজ ভাঙা হল না যে মোর পূজাসাজ!
বসেছি হাসপাতালে, পতি দেবতায়-
আহত প্রাণে করিছি সেবা; আচ্ছাদিত
মৃদু আলো জ্বলা ঘরে; বেহুলা ভেলায়-
মোর সকল নৈবেদ্য সেথা সমর্পিত।


পতি গিয়েছিল নীলঘরে; তরুণীর
কোমর ধরে নাচতে; রাত নেশা করে,
পড়েছিল রাজপথে, সে মুখ থুবড়ে;
ঘরেতে বিভোর ঘুম ছোটো শিশুটির।
সাজাও তোমরা দশ হাতে 'যশোদেহী'...
নারী হয়ে কত জ্বালা ঘরে বসে সহি!
           ----------


** সত্য ঘটনা অবলম্বনে।