অবশেষে দুলে ওঠে দেবী-পূজা-ঘট,
ঢাক-কাশী আর্তনাদে; শুভ বিসর্জনে
সকল বিমর্ষ দেখি; শুদ্ধ চিত্রপট-
রং পাল্টায় জীবনের, দেখি শুভ জনে
কত ভাবনার সাথি। হৃদয় অঞ্জলি
দিয়েছি কুড়ায়ে ফুল; প্রিয় চক্ষুদানে,
যাত্রামঙ্গল শপথ করি; স্বপ্নগুলি-
মিলিয়ে যায় নীরবে, পূজা অবদানে।


প্রতীক্ষার সূচনায় 'আবার এসো মা'
এমন শিউলি দিনে; গ্রহণ করিবে
জানি এই আয়োজন, আলতা রাঙা পা-
তোমার পূজার ঘরে; প্রদীপ জ্বলিবে
শত দুঃখে, শত ঋণে - ভুলি পরবাসে;
তোমাতে আচ্ছন্ন হই, ডাকি ভালোবেসে।
           --------