মণ্ডপ ত্যাগিয়া দেবী, প্রতিমা প্রকাশ্যে
আসে সকলের; চেয়ে দেখি পুনর্বার-
পুতুল মুরতিখানি। ভক্তি প্রত্যাশার
সংশয়ে আচ্ছন্ন যেন চকিত সহাস্যে;
দেবীর সম্মুখ রূপে কত আয়োজন,
পিছনে অভাব কত! শুধু শুখামাটি-
বর্ণহীন, বস্ত্রহীন, বাঁশ-খড়-কাঠি;
নাহি কেশ, নাহি অঙ্গ, বিমর্ষ দর্শন।


কেন এই চাটুলতা? প্রশ্ন করি সবে,
দেবীর নগ্নতা কেন? চাই পূর্ণরূপ;
দেবীর পিছন দিকে ঢাকা দিতে হবে;
আমার লজ্জা ঢাকি, দেবী কেন চুপ?
আয়োজন কম করি, কম হোক অস্ত্র;
প্রথমেই প্রয়োজন- পূর্ণ দেবী বস্ত্র।
               -------