সিঁদুর মাখা তরুণী, মাথাহীন দেহ
পান বরজের ধারে; সে ঈশান কোণে-
তাজা রক্তে ভেজা মাটি; দেবী নিবেদনে,
আঁধারে হয়েছে বলি; কেঁদে সব স্নেহ।
নগ্ন দেহে বিষ্ণুজোড়, তুলসীর পাতা,
হোম যজ্ঞে পোড়া কাঠ; নাভি তলদেশে-
ধূপকাঠি জ্বলে, সেথা হলুদ সুবাসে;
কুমারীর সাদা পায়ে লোহিত আলতা।


ভাবিতে পারিনা সব, মুখে নাই ভাষা-
বর্বরতা সমাজের; কীবা প্রতিচ্ছবি!
কিশোরী মঙ্গল জানি, কত ছিল আশা;
আজ তার নগ্ন দেহে, জগতের ছবি।
তাজা-রক্তে ভরা সরা, কোন দেবী তরে?
তাহারে করিছি ঘৃণা, শত ধিক তারে।
            --------------