আকাশের বুকে চাঁদ, কীবা সে বাহার !
কিরণে শোভিছে; যেন সবুজ ধরণি-
নক্ষত্র সমাবেশে; এ জাগ্রত রজনি,
তব কণ্ঠে পরাতেছি সেই চন্দ্রহার;
ঝুলন পূর্ণিমা ক্ষণে, প্রাণের দোসর
অন্ধকারে; শব্দমালা রাখিব আরাধ্য-
শর্বরী তোমাতে; লেপি গভীর অসাধ্য
হৃদয় বেদিতে, এসে সাজাও আসর।


ধরণি মেতেছে আজি, বাদল পবনে-
সবুজ পাতার দোলা; ইছামতী মাঝে
এসেছ হৃদয়প্রিয়া, মোর সিংহাসনে-
তোমাকে সাজাতে চাই; এ উজ্জ্বল সাঁঝে,
দেখিব চন্দ্র শোভায়, দাঁড়াও ক্ষণিক-
জীবন খুশিতে রবে, প্রাণের অধিক।
            --------