হেমন্ত! আজি তোমার বোধন লগন
জানি, সুশীতল স্পর্শ পাই দেহ মাঝে,
শরতের পরিণতি; তার সাথে বাজে
মোহময়ী সমীরণ; নীল শুভ্রক্ষণ।
মেতেছে লাল শাপলা, এ বাংলার বিলে;
জমিতে নতুন চারা, কৃষকের দানে;
'বউ কথা কও' ডাকে, আঙিনা অঘ্রানে;
গেয়েছে অনামি পাখি, শত বকফুলে।


আমার পরান কাঁদে! নতুন মাঠের
'পরে, পল্লি বালিকার নূতন ঘুঙুরে
আমোদিনী; জল নামে পুকুর ঘাটের
সূর্যোদয়ে; আলপনা আঁকা মোর ঘরে।
এমন দিনের মাঝে, বঁধুয়ার হাসি-
শত জনমের পরে- তারে ভালোবাসি।
              -----------