মনের মানুষ কেবা! খুঁজিছে গোপনে,
সন্ধান করিছে সবে নিত্য প্রতিদিন;
ধনী-দরিদ্র, পুরুষ-নারী, অর্বাচীন-
এ কঠিন পথে, সবে তারই স্বপনে।
জীবন রোদে লেখনী, সত্য অবিরত
প্রকৃতির বাণী চোখে, সজলের ঢেউ-
হৃদয় মাঝারে দেখি; হাসে কেউ কেউ
মনের দুয়ারে আসি, প্রবেশ সতত।


তাহারে রাখি সুপ্ত মন কাছে; নিত্য
সঞ্চয় কাজের ফাঁকে, সরল জীবন-
গেয়ে চলা অবিরাম; পরকীয়া সত্য
আপন মনকে গড়ে, বরষ প্লাবন।
তারি লাগি শীতলতা, নত এ হৃদয়;
মনের মানুষ সে যে, আমার সহায়।
            ---------