তুমি, আমারেই ভালোবেসেছিলে শুধু
সব থেকে; গল্পমালা, প্রেমে অবিরত-
কাছে পেতে চেয়েছিলে; পূর্ণিমার মতো
ছিলে মোহিনী আহ্লাদে অতি স্নেহবধূ।
তোমার সকল খুশি আসে প্রতিদিন-
একান্তে নিজের ন্যায়; মোর স্রোতে ডুবে,
তব উছলিয়া ডালি হৃদয় স্বভাবে,
আমার এ বাহুডোরে। একা অন্তলীন!


আজি পড়ন্ত বেলায়, মনে করে হাসি
সনির্বাক অপলক; তব দৃষ্টিধারা-
আমার আড়ালে ছিল, সে অজ্ঞাতবাসি;
বারবার ফিরে ফিরে হই লগ্নহারা।
সেই পূর্ণস্মৃতিক্ষণ, দু'দণ্ড হেমন্তে-
চিরদিন জেগে থাকা- প্রণয় অজান্তে।
             ---------