'উত্সবে মাতি' উদিল নতুন প্রভাতে
আজি। কবি শতদলে বিস্মিত সফল
সৌমেন চর্চায়; নব সাহিত্য আঁচল -
আনন্দ ডালিতে; দেখি এসেছে সাজাতে।
কবির কলমে কত আগমনি সুর-
দেবীর চরণতলে; শতেক প্রণতি
শারদীয়া লগ্নক্ষণে; ছত্রে ছত্রে প্রতি,
সকলে উচ্ছ্বাসে বড়ো, খুশি ভরপুর।


প্রাত্যহিক যেন সব! রঙিন দিগন্তে-
একদিন মন থেকে দূরেতে মিলায়;
শুধু থাকে কাব্য কথা, কলমের সাথে-
সকলি যে মনে পড়ে কবিতা মায়ায়।
হৃদয় সাঁঝেতে আসে উৎসব লগন;
অঞ্জলি কাব্য প্রণয়- হৃদয়ে আপন।
           --------