শুচিস্মিতা! প্রতিদিন আমার দুয়ার
দিয়ে হেঁটে গেছ একা; চেয়েছ বিস্ময়ে-
মৃদুমন্দ উত্তরণ, মুখটি ফিরায়ে
সনির্বাক চেয়ে থাকা; একা বারবার-
দুলায়ে রাখো আঁচল; মনেতে জোয়ার।
সূর্যমুখী হাসি সেই পলক ছাড়ায়ে-
মোহিনী জালেতে হৃদে দিয়েছ জুড়ায়ে;
আমার ঘরের দ্বারে আজ কী বাহার!


আজিকে বসেছি হেথা, দাওয়ার মাঝে-
দেখিতে বাসনা জাগে; সেদিনের মতো!
অপরাহ্ন বেলা যায়, ফুল ফোটে সাঁঝে;
তোমার ভাবনা আসে শুধু অবিরত।
শেষের প্রহর এসে ডেকে যায় মোরে;
দেখিতে তোমার হাসি, বসি এসে দোরে।
              --------