পশ্চিমপ্রান্তে পড়েছে ঢলে- লালসূর্য
খানি! রঙিন আভায় শতচিত্র আঁকি,
শোভাময় অপরূপ; স্তব্ধ হয়ে দেখি
সে বিদায় ক্ষণে, পল্লি বিচিত্র প্রাচুর্য।
দিগন্ত মিশেছে এসে সবুজের খেতে-
বৈকালিক পুষ্প সাথি কচুরিপানায়;
নবাঙ্কুরে মাঠ ভরে শুভেচ্ছা জানায়;
দূর পথে বৃক্ষরাজি কত আনন্দেতে।


ফেলে আসা শতভিষা, মন চিত্রপটে
বহুচিত্র শোভা দেখি মনে সমাহার;
চেয়ে থাকা দূর থেকে প্রাণের মিতালি।
তেজস্বী নীরবে যেন, বধূর ললাটে-
কেমনে মিলায় দেখো, প্রাণেতে বিহার;
চিরদিন ভালোবাসা হেমন্ত অঞ্জলি।
               ---------