হে সৌখিন কবি! তুমি কবিতা আসরে
লিখিয়াছ প্রতিদিন উছলিয়া মন-
তব জীবনের কথা; হেমন্ত শিশিরে
ঘুম ভাঙা রাতে একা; প্রতি নিত্যক্ষণ
খুঁজে ফেরো, সেই মন শত ভিন্নরূপ-
মনের সকল কথা করি অবসান;
শখের কবিতা ছিল, প্রণয় স্বরূপ-
নিজ দেশে ফিরে আসা, চিলেকোঠা প্রাণ।


যখন পড়ি, কবির কবিতা নীরবে-
মুগ্ধ হয়ে দেখি, কাব্য চর্চায় অতীব
রাত জাগা আশাবরি; রেখে যায় সবে-
দুয়ারে নতুন কাব্য; আসে নব নব।
তোমার প্রেরণা পথে কাব্য নিয়ে রাখি-
কবিতা সাগরে ডুবি, রাত জেগে থাকি।
             ----------