দেখেছ কি দেবী মূর্তি! গাছের ছায়ায়-
নগ্নদেহে, লজ্জাবেশে, ক্রোধ অগ্নিসমা,
বিভীষিকা, ছিন্নমস্তা, মুন্ডুমালাময়;
আঁধার রজনি ক্ষণে পূজি অনুপমা।
ধ্বংসের উপমা জানি- দৃষ্টি এলোকেশি,
পুরুষ প্রকৃতি দেখো তলে ভূপতিত;
ভূতপ্রেত সাথে করি, পাগলের হাসি-
খেপিছে প্রলয় রথ, বহ্নিশিখা মতো।


মানব হৃদয় মাঝে, লজ্জা-ঘৃণা-ভয়
স্থাপিয়াছে বদ্ধমূল; জন্ম উত্তরণে
তাহার প্রকাশ দেখি, শুধু পরাজয়
মনের কালিত্ব সব দেহ আবরণে।
মুরতি মাঝেতে দেখি প্রতিচ্ছবি মোর;
দেবী নহে! ভক্তি সাথে আনো নব ভোর।
           ---------