আমার পাশেতে বসে, ঘুমিয়ে পড়েছ
মেয়ে! দুলে দুলে ওঠো, অবিরত দেখি-
আন্দোলিত শিহরিত, বুজে আছ আঁখি;
বাহিরে বাতাস বহে, তারে না হেরিছ।
কমল বদন মাঝে, আমারে দেখেছ
শুধু; তোমারে ঘুমাতে সহৃদয়ে মাখি;
যেন যতন করিয়া তব নিদ্রা রাখি-
আপন মায়ার ছলে সোহাগ দিয়েছ।


পথ হয় শেষ, শুরু বিদায়ের বেলা-
তব ঘুম ভেঙে যায়; গোপন নীরবে
একবার দেখিয়াছ, নয়নের বেলা;
মন থেকে বলি, শোনো- কোথা দেখা হবে!
গাছে ফুটে ফুল, ঝরে পড়ে আঙিনায়-
কত কাব্য লেখা থাকে গাছের পাতায়।
                   --------