আজ পুনঃ দুজনাতে মুখোমুখি বসি,
প্রত্যাশার অবসান; নীরবে একান্তে-
হাসিমুখ খানি দেখি; সবার অজান্তে
তব মুখে খুঁজি আমি শুধু মনভাসি।
সেই চেয়ে থাকা শুধু, দূর থেকে আসি
একদিন, কথা ছিল জীবনের প্রান্তে;
আমার বকুল মন সেদিন বসন্তে-
প্রভাত কুসুমে জানি এত ভালোবাসি।


আজিকে দেখেছি শুধু, শুধাইনি কিছু
তোমার হাসিতে- মোর মেতে ওঠে মন;
নেপথ্যে শত আহ্বান, আমি তব পিছু।
ঢাকিয়োনা মুখ খানি; আরো কিছুক্ষণ
দেখিব নয়ন দারে, পূর্ণিমার আলো-
হাত ধরে বলো বঁধু, তুমি বাসো ভালো।
            --------