ঘরের বধূটি মোর তুলসী তলায়-
প্রদীপ রেখেছে আজি; আনন্দিত মনে,
সকল কালিমা দূর হবে সবখানে;
আঁধারের মাঝে আসি প্রদীপ জ্বালায়।
আকাশ ছেয়ে গেছে ফানুস মেলায়-
কত বাজি, কত আলো, প্রতি জনে জনে;
অনন্ত কুশল দেখি- প্রকৃতির দানে;
সকল গৃহের সাজ, বিষাদ ভোলায়।


প্রদীপ নিভিবে এসে, মেলাবে আঁধার-
পূর্বে উদিবে পুনঃ নব দিবাকর;
কত না আঁধার রাতি আসিবে আবার;
এদিনের সেই আলো, মন চরাচর।
প্রাণের মাঝেতে আজ শুভ দীপাবলি;
সকলে আসিবে জানি দীপশিখা জ্বালি।
              ---------