দলে দলে চলিয়াছে- নারীকূল যত,
সাথে নিয়ে আশীর্বাদি; চন্দনের ফোঁটা,
সতত অঞ্জলি মন, কত ঘনঘটা;
প্রাণের ভ্রাতৃ ললাটে স্নেহ, অবিরত
প্রভাত লগন থেকে; আয়োজন শত-
যমের দুয়ারে দেবে চিরস্থায়ী কাঁটা;
মঙ্গল কামনা তরে, সাজায়েছে বাটা-
পবিত্র পঞ্চব্যঞ্জনে, ভক্তি অবনত।


সুখস্মৃতিক্ষণ খানি যদি ভ্রাতৃকূলে,
রেখে যেত চিরদিন নারীতে সকলি;
অনাচার অপরাধ যেত দূরে চলে-
কন্যা-বধূ-মাতা রূপে শুধু শ্রদ্ধাঞ্জলি।
আজিকার দিনে এসো অঙ্গীকার করি,
নারী-প্রকৃতি-ঈশ্বর, জীবনের তরী।
              ----------