আমার সকল কথা, অসম্পূর্ণ জানি-
চাপাসুরে কথা বলে দিনরাত; ঘ্রাণ
রক্তের মাঝে আবদ্ধ; কথাকলি প্রাণ
মৃত্যুর সন্ধান দেয় পূর্ণলগ্ন মানি।
সাবধানে থাকি, দেখি অজানা সে পথ;
স্বপ্ন নিয়ে যেতে হবে এপার ওপার-
আমি থাকি অন্ধকারে, মৃত্যু পারাপার-
ঘুমিয়ে থেকোনা, এসে গেছে মনোরথ।


আকাশের 'পরে কত শত মেঘ জমে-
কিছু তার জেগে আছে, কিছু চারিদিকে;
আমার উল্লাস ভারি, আসে ক্রমে ক্রমে-
মিশে গেছে দূরে- যেন দিনলিপি থেকে।
আমার রক্ত চুম্বন অতি স্বপ্নরতা,
তোমার আঁচলে ঢাকি মন বর্বরতা।
             ---------