চেয়েছি তোমাকে আমি, আপন এ হাতে-
শাল-পিয়ালের বনে যে নয়, উল্লাসে
চেয়েছি প্রেমেতে শুধু দিগন্ত উচ্ছ্বাসে;
ঘুমিয়ে গেছ যে তুমি বর্ষাস্নাত রাতে।
তোমার শরীর থেকে মৃত্যুর স্পন্দন,
প্রেমের বর্ণালি সাথে, আমি বেপরোয়া
আমার শরীর ধরে; শুধু তব ছোয়া-
বিপন্নতার আঁধারে মিশেছে ক্রন্দন।


একদিন অন্ধকারে তোমার বিকার-
শুভদৃষ্টি সত্য জানি, সত্য পরকীয়া;
আমার দিগন্তময় তোমার চিৎকার-
অখণ্ড রাতের মাঝে, অসীম বেহায়া।
কান্নার আরশি দেখি প্রেম দাবানল-
তোমাকে পেরেছি দিতে নিন্দিত অনল।
            --------