আমাদের স্বপ্ন দেখা! ঘন মধ্যরাতে
চাঁদের আকাশে একাএকা পায়চারি;
তোমার শীতল ঘুম, ভাঙাতে না পারি
সুশান্ত চাঁদ জ্যোৎস্নায় আমার প্রভাতে।
তোমার সকল কথা, বিভাবরী ফুলে-
রাত শেষ হয়ে আসে শয্যা আঙিনায়;
একদিন ঘুম ভাঙে চাঁদ বিছানায়-
ক্রমশ ফুরাবে আশা, কদমে বকুলে।


আমার পিপাশা শুধু প্রত্যাশার প্রাণ
চাঁদ সীমানায়; আমি নিঃস্ব এ ফাগুনে
চেনা পরিসরে, নিত্য সেদিনের ঘ্রাণ
কণ্ঠধ্বনি চাপা থাকে তোমার আগুনে।
তোমাকে সাজিয়ে তুলি বাসর খেলায়-
তোমার গভীর ছোয়া তৃষ্ণার্ত বেলায়।
           ---------