তব হাসিমুখখানি, কাব্য শুধাময়
আমার হৃদয়ে; যেন চেয়ে চেয়ে দেখি
শত জনমের পথে; দৃষ্টি দিয়ে রাখি
অবিরাম অবিরত, আনন্দ সময়।
জগতের সব সুখ তোমাতে মেলায়;
জগৎ হাসিছে যেন, তোমার বদনে
নিষ্পলকে চেয়ে থাকা আপন সদনে;
যুগ যুগ ধরে যেন চেয়ে থাকা যায়।


মন শুধু খুঁজে ফেরে, কমল কানন-
হাসিতে করিবে জয় হৃদয় পূজারী,
পৃথিবীর রূপ যেন তোমার মতন;
হাসির বদন খানি ভুলিতে না পারি।
সতত আমার মনে, তব হাসি মুখ-
আমার পরম প্রাপ্তি, মোর শত সুখ।
               --------