আমি শুধু চেয়ে চেয়ে তোমারে দেখেছি-
আড়াল থেকে কুমারী; প্রসন্ন চিবুকে
তোমার উজ্জ্বল হাসি, মনেতে রেখেছি,
চিরদিন অমলিন; আপনার বুকে।
কত শান্তিসুধা সেথা! এ অবলম্বন
শুভ্র আঁখি দ্বারে রাখি, নিত্য ভরপুর-
আমার কবিতা ঘরে তুমি তোলো সুর;
প্রশস্ত ললাটে যেন আহূত চুম্বন।


আজি মোর ঘুম ঘোর, একা নিরালায়-
কাব্যে করেছি বোধন সে হাসিমুখে;
আমি যে ভীষণ খুশি, তব মুখ প্রান্তে-
ডুবে যাই ধীরে ধীরে তোমার বেলায়।
এ জগতে আমি আজ সব চেয়ে সুখে;
তব আঁখি-তারা মোর অসীম সীমান্তে।
             ---------