তুমি যে গেয়েছ গান, প্রীতি জাগরণে-
তোমার সবুজতায়; অনবদ্য দৃষ্টি
মোহিত ভাবনা তরে, সুধাভরা সৃষ্টি-
আমার আঙিনা জুড়ে; অতি সমীরণে
তুমি শোনায়েছ গান মনের মন্দিরে;
তোমারে দেখেছি চেয়ে, শিশির বেলায়
শুনেছি তোমার গান উদাসি মেলায়;
আজি এ প্রভাতে তুমি অন্তরে অন্দরে।


ফিরে ফিরে দেখি যেন, তব কণ্ঠ চেয়ে
শুনিতে বসেছি গান প্রতি দরশনে;
অঞ্জলি ডালিতে আছে, মন ওঠে ছেয়ে।
সকলি মোহর কণা ভাবনা আসনে-
বারেবারে শুনি গান অপলক ঋণ;
তোমার উদার সুর মনে চিরদিন।
        -----------