আজি মলিন ছোঁয়ায়- আমি যে রঞ্জিত
তোমার মোহরকুঞ্জে; স্নেহস্নিগ্ধ রূপ-
আভাসিত যজ্ঞক্ষণে, প্রাণ অপরূপ-
আমার হৃদয় মাঝে তুমি যে সজ্জিত।
শিশিরবিন্দু কণায় আবেগ লজ্জিত,
সুগন্ধী অবনি মাঝে; প্রমোদ নিশ্চুপ-
বাহারি ফুলের বনে দেখি অন্ধকূপ;
প্রণয় সময় দ্বারে ভ্রমর গুঞ্জিত।


হারিয়ে ফেলেছি মোর নবান্ন লগন,
সুশোভিত পত্রে পুষ্পে; প্রাণ সমাগমে
আজ পুনঃ মনে করি হয়েছি মগন;
আমার সৌরভ মঞ্চে প্রেম গেছে থেমে।
সেদিন বিদায় কালে রৌদ্র অবসর;
ভুবনে মেতেছে দেখো- নবান্ন আসর।
           -------