সেদিন দূরের থেকে, দেখেও দেখোনি
আমাকে; অবহেলায় ফেলে গেছ সব-
সুখের হাসির লগ্ন; প্রতি কলরব,
আমার জীবন থেকে- কিছুই শেখোনি।
ভুলিতে পেরেছ তুমি! মনেতে রাখোনি
আমার স্মরণখানি, দীপ্ত অনুভব
অতীতে জমানো ছিল, নিত্য নিত্য রব;
আমাকে নিজের করে কখনো লেখোনি।


একদিন ওই ছায়ে! তুমি আর আমি-
বাহুখানি ধরা ছিল, গোপনে যুগল...
কথা যে ছিল না মুখে আঁখি 'পরে আঁখি।
আজ কত পরিণত, সেদিনের তুমি-
আমায় দেখার ছলে হওনি পাগল;
তব শত অভিমান বুকে ধরে রাখি।
            ----------