তুমি কন্যা, তুমি বধূ, তুমি মাতা, তুমি
পরিশেষে মেয়ে। ভাগশেষ, বর্গক্ষেত্রে
সহজ সমীকরণ; সমাজের নেত্রে-
শেষকথা জানি, তবু চন্ডীদাসি রামি।
অন্ধকার জীবনের একমাত্র কথা-
ঘুমন্ত সমাজে, তুমি ফুটপাথি মেয়ে;
কাঁদেনি কখনো কেউ, দেখেছেই চেয়ে-
তারুণ্যের অপচয়; মূল্যহীন- বৃথা।


এ সমাজ চাহেনা যে নারী নিরপেক্ষ;
তোমাকেই বলি মাতা, আমার সন্তান-
তোমার মাঝেই কন্যে নবযুগ দেখি...
বাঁচিলে বাঁচিতে পারো- তোমাতেই লক্ষ,
সমাজ মানসে তুমি সর্বশক্তিমান;
তব গর্ভঘরে নব প্রজন্মকে রাখি।
             ---------