খুশি ভরা মালাখানি পরিয়াছ আজ-
সন্ধ্যার কালে প্রেয়সী; চন্দ্রপ্রীতি বনে
ঝলসিয়া উঠিয়াছে প্রদীপের সনে
তোমার বসন, সেথা পরানের সাজ।
মোর মাল্যখানি দিব, দূর করি লাজ
সকল মাঝে; বলিব প্রতি জনে জনে-
গলদেশে নহে মাল্য রেখে দিও মনে;
তোমার মোহিনী মাঝে প্রাণ অধিরাজ!


আমার বাসনা যত, ভুলে যেও প্রিয়-
শুধু মোর মালাখানি তুলে রেখে দিও।
এ মালার প্রতি ফুল ভালোবাসাময়-
শোভিত হইবে শুধু তোমার গলায়;
আকুল বাসনা মোর, ব্যাকুল এ প্রাণ-
বিদায় কালেতে সাথি নব মাল্যদান।
           --------