জানি, হাজার বছর পাব না জীবনে;
হৃদয়ের উপাদান শত চারিধারে-
তবু, ক্লান্ত মন মাঝে ঋণ বারেবারে
এসে গেছে; ক্লান্তি মোর একাকী ভুবনে।
এ সময়ে পরিচয়! মোনালিসা সেও-
শুভ্রশুচি তনু মাঝে আপনারে রাখি,
তার সাথে কথা বলি, প্রতিক্ষায় থাকি;
মুখখানি তার যেন আঁধারের ঢেউ।


দিনগুলি চলে যায়, আসে সন্ধ্যা-রাত;
'শুভ সন্ধ্যা' জানাতেই হৃদয়ে প্রভাত...
আমাকেও জেনেছে সে, চিনেছেও বেশ-
অনন্ত কাজের মাঝে হৃদয়ে প্রবেশ।
দিন কত চলে যায়, থাকে কথকতা-
আমার হৃদয় জুড়ে তুমি বনলতা।
           ----------