সজনি কেঁদেছে আজ, হিম অপরাহ্নে
একাকী মনের দ্বারে, এলায়ে বসন
প্রাণের উপরে, দেখি অতি দরশন;
জানি যে প্রণয় ছিল বঁধুয়ার জন্যে,
বঁধুয়া বলেনি কথা, দূরে গেছে চলে-
অনন্ত বাসনা ছিল প্রণয় বিবাদে;
নারীর গোপন হৃদ, তারি তরে কাঁদে-
আজিকে দিবে বিদায় আঁখি-তারা জলে।


মনের সকল ইচ্ছা, চোখের জলেতে
করিছে প্রকাশ বঁধু, তার আঁখি পাতে-
গৌরবদন নগর; রাঙা হয়ে ওঠে
সর্বাঙ্গ রূপেতে তার; কীবা রূপ ফোটে!
প্রিয়া যে এসেছে কাছে মুখখানি তোলো-
আঁখি জল মুছে প্রিয়ে বলো, বাসো ভালো।
            ----------