সবুজ বসন পরে, সবুজের দেশে-
তুমি সেজেছ সবুজ! তোমার নয়ন
মাঝে, সেই সবুজের সমারোহ মন
দেখেছি; আপন চিত্তে মোহনায় ভেসে-
প্রভাত রোদের ক্ষণে! দিগন্তের শেষে
তোমার আঁচল ধারা, মেলে শুভক্ষণ-
দিঘিপারে কত শোভা! দেখেছি ভূবন;
আমি যেন মিলে গেছি, একান্তেই এসে।


শাখে শাখে দুলে যায়- সবুজ পত্রালি,
তোমার নয়নে যেন তারই আহ্বান-
কমল বিভঙ্গে! দেখি কতই রঙ্গোলি,
তোমার প্রণয় মনে করি অনুমান;
হেলায়ে পড়েছে তনু, হেলিয়াছ নিজে-
সবুজ নজর জুড়ে ডুবিয়াছি লাজে।
           ----------