শুধু একবার চেয়ে- নয়নে রেখেছি
চোখ, প্রভাত শিশিরে নব কিশলয়
যেন আড়ালে ভিজেছে; আঁখি স্বপ্নময়
মায়ার বাঁধনে ডুবে,- লজ্জায় হেরেছি
তোমার ওষ্ঠ প্রাঙ্গণ; দৃষ্টিতে স্পর্শেছি-
ললাটের কেশ, আমি যে অকুতোভয়
আমার নীরব ঘরে; স্বপ্নের আলয়
সঞ্চিত স্বপন সনে নিজেকে রচেছি।


স্পর্শ করেছি গোপনে, নব তনু 'পরে-
সবুজশিশির ন্যায় আঁধারের বেলা;
আঁখি দুটি মুদিয়াছ আদরে হেলায়।
বুকের বসন কিছু যায় বুঝি সরে-
তোমার মুখের 'পরে, প্রণয় উতলা;
দৃষ্টি পানে চাও শুধু- বিদায় বেলায়।
        --------