আজিকার সকালেতে, কথা বিনিময়-
তোমার ও কণ্ঠ এনে মোর কর্ণদ্বারে...
তুমি যা বলেছ কথা, সে বড়ো নিশ্চয়!
কহিছ আপন কথা প্রাণ ভ্রমরারে-
উত্তর দিয়েছি কিছু তোমার কথার;
আমার গহিন ঘরে- তব চলাচল,
তুমি মোরে ভালোবাসো, বলো বারবার-
নিয়ত হৃদয় মাঝে সেই কোলাহল।


নব দিন আসে কাছে, নতুন প্রভাত
মন মাঝে আসে; জানি তোমার সাক্ষাত
ভিতরে লুকিয়ে থাকে,- শত আনাগোনা
সহজ সরল ভাবে; কথার সূচনা-
একদিন না জুটিলে তব কথামালা!
আমার বিরহ দিন আমি যে একেলা।
      --------