কেন আজ অভিমানে- চেয়ে আছো প্রিয়ে!
নিমেষহীন চোখেতে; দৃষ্টির আলোকে,
তোমার বাসনামঞ্চে রঙিনতা দিয়ে
যেতে চাই; আমি মিশে- তোমার পলকে
দিগন্তের সাঁঝ পাশে! কত কথা মনে,
বলিতে যে পারিব না তবু রাশি রাশি-
তোমার প্রণয় স্পর্শ; অনন্ত গোপনে
সব কথা শুনে নেব আমি কাছে আসি।


হয়তো বা শেষ হবে! এই পথচলা
তোমার নীরব প্রাণে, আমার শরীর-
ও দৃষ্টির মাঝখানে কত কথকতা;
অভিমান মুছি আমি, হব এইবেলা
তোমার চেতনা সাথে, হৃদয় স্থবির!
এনে দাও মোর ঘরে শুধু মলিনতা।
       ----------