পরাজয়ের সকল বাঁধা হয়ে পার-
জয়ী হও লজ্জাবতী! আজ বিশ্বলয়ে,
বাঁধন হারা পরান ও দশভূজার;
হেসেছ নীরবে তুমি- রোদন মুছিয়ে!
অধিকার নারীকেই করে উজ্জিবিত,
তুমি সেথা সমাদরে রাখো পরিচয়-
সবে তাই তোমাকেই ভাবে সুরক্ষিত
নারী তুমি প্রকৃতি যে, নব কিশলয়!


অধিকার আছে কত, তবু নিপীড়িত!
শপথ বারতা মাঝে তবুওতো পণ্য;
সমৃদ্ধি, কন্যাশ্রী রূপে থাকে আচ্ছাদিত;
আরাধনা নারীশক্তি ব্রতীতেই ধন্য!
প্রতি ঘরে- প্রতিদিন- কন্যা বধূ মাতা,
একটি দিবস মাঝে শুধু বেঁধো না তা।
     --------------------