বিহঙ্গের নাম ছাড়ি, তুমি আজ ফুল
নাম পেলে শুনি- ওহে নব কবি প্রাণ!
তোমার মহিমা মাঝে, রীতি অফুরান-
তুমি যে মাতাবে আজি, পুষ্প-পাখি কূল-
তোমাতেই দেখি আজ; পলাশ শিমুল
কতই কথার তরে ভুলে অভিমান,
নবীন কাব্য পাতায় আঁখির সমান;
তোমাতে প্রশান্তি জোটে হৃদয় বকুল।


তোমাতেই সব কথা যেন বলা যায়!
কবিতায়, কাব্য সুরে- চেনা পথ 'পরে
ওই চিলেকোঠা প্রাণে আপন বেলায়-
তোমার বিহঙ্গ স্বর, ফুলের অন্তরে;
আজ তাই নও পাখি, শুধু ফুল হও-
আমার দোরেতে এসে, হেসে কথা কও।
        ---------