আমার খুব পলাশ দেখা ইচ্ছা জাগে
আজ! আকাশের পানে, গাছের শাখায়-
শিমুলে পলাশে মন; শত অনুরাগে-
আমার পলাশ দিন! যেদিকে তাকায়-
নব ফাগুনের গন্ধে, আগুন বেলায়
এসো আবীরের সাথে; আমার পলাশে
শোধাব সকল ঋণ; প্রভাত খেলায়-
আমার প্রণয়সাথি চাহুনি বিলাসে।


ঝরে যাবে সব ফুল, বসন্তবাতাস
অকূলে হারিয়ে যাবে! স্বপন পরব
মেলাবে যে ঋতুরাজে; মোহিনী আকাশ
দিবস আলোর মাঝে- করি অনুভব;
যখন দেখেছি এসে, বসন্ত লগন-
পলাশ অঙ্গেতে আমি ডুবায় শ্রীমন।
          --------