মন কেন ছোটে শুধু! বসন্তের মতো-
চঞ্চল সমুদ্র ন্যায়- পেতে কাদম্বরী;
কেন ছোটে ভিন্ন মুখে- হতে সহচরী
বনলতা হৃদয়েতে; করি সহজাত-
আপন হেলার পরে, মনে কত খেলা!
চেয়ে চেয়ে রই কেন! অপরের শাখে;
কেন সুখ খুঁজে ফিরি পথে-পথে বাঁকে!
পরকীয়া মন সাথে কাটিতেছে বেলা।


কতবার ভেবেছিনু! নবপত্র সবে
আমার বসন পরে, শুদ্ধ হব নিত্য;
বারবার ভুলে যাই ওই কলরবে!
বিসর্জন দিই যেন চরাচর সত্য;
নদী মাঝে দিব ডুব, চিত্ত বিনাশিয়া-
এ বারেতে শান্ত হব- নহে পরকীয়া।
        ---------


# সনেট