(গতকাল ছিল বিশ্ব কবিতা দিবস। সেই উদ্দেশে এই লেখা।)
---------------------------------------------------
আজ কবিতা দিবসে- কবিতার সাথে
করি গান, মিলনের বাণী বিকশিত
হৃদয়কাননে; আসে রূপ শত শত!
ঘুমঘোরে আলপনা আসে যে জাগাতে-
আসে শুধু প্রেম-প্রীতি আর ভালোবাসা;
কবিতা ঘরেতে আমি কল্পনা শ্রাবণ;
প্রতিবাদী মন মাঝে কত আন্দোলন-
কবিতার মাঝে শুধু, খুঁজে ফিরি ভাষা


গিয়েছে সময় কত- ধূলায় বিলীন,
বাঁশি হাতে ছুটে গেছি- আলেয়ার পিছে;
নিশিথে স্বপন সাথে প্রেম অমলিন-
আমার কবিতা মন কবিতায় মিছে।
সবকিছু ভুলে আজ কলমেরে বলি-
আমার কবিতা সাথে, আমি পথ চলি।
           ---------


# সনেট