বিমর্ষ দিবস ধরে আসে স্বাধীনতা-
সবাকার প্রাণে; শুনি- নিত্য প্রতিধ্বনি,
কোন সে ঝঙ্কারে আজি! স্বাধীনতা মণি
আসে ঘরে ঘরে নিত্য, তরুণ হৃদ্যতা-
আমার সকল দান; করেছি সখ্যতা
ভুলিবার উপচারে- পরাধীন গ্লানি
সকল মাঝে, তুমুল ও আঘাত হানি-
ক্রোধবহ্নি মাঝে রাখে সকল জনতা।


স্বাধীনতা আজ শুধু হয়ে ইতিহাস-
অবাল্য সখ্যতা সাথে, ছড়ায়ে সুবাস-
দেখি শত ঋণমালা চেয়ে শুধু পিছে;
না বুঝেও আজ দেখি কতই উচ্ছ্বাস!
ললিত পথেতে দেখি সহস্র বিলাস-
সেদিনের রক্তঋণ, তাহা নহে মিছে।
             ---------


# সনেট