নবশান্ত- ও বালিকা, মোর চন্দ্রাবতী!
তোমার ভুষণ 'পরে- কোন সে আহ্বান
আমাকে ডেকেছ জানি; মোহিনী প্রদান-
ও রূপে নজর প'রে- মোর হল ক্ষতি!
বৈষ্ণবীললাট মাঝে- দাও অনুমতি
নব কিশোরীর প্রাণে! করি অনুমান-
তোমাতে উজার করি দিব এই প্রাণ;
তুমি প্রভাতবেলায় প্রেয়সী যুবতি।


আজ শুধু দেয় ডাক, দিবাকর শেষে-
মোহিনী আঁচল এনে, আমারে শুধাও!
আঁখিতলে ভেসে আছি- ডুবি ভালোবেসে;
আমার প্রণয় রাতি সকলি উধাও।
তোমার চোখেতে চোখ, দিয়েছি হেলায়-
এখন প্রলয় হোক, অশান্ত বেলায়।
             ---------


# সনেট