অন্ধকার বড়ো বেশি কালো! অন্ধকার
নিষ্ঠুর নিয়তি জানি! জীবন অনন্ত-
তবু ওই অন্ধকারে- মেশে সবাকার
মনের সকল আলো; সুশ্রী ও সুশান্ত
ঘোর কালো রূপ তব- তারিণী কালিকা
কালরাত্রি মাঝে, জাগে ঘন অমাবস্যা;
মনেতে জাগায় ভীতি- সেই কুজ্ঝটিকা!
চিরদিন আঁধারেতে মিথ্যা ভালোবাসা।


আমি যে করেছি জয়- এই কালো রূপ!
চিরদিন অবেলাতে কতই উজ্জ্বল;
আমার সুখের ঘরে- প্রার্থনা নিশ্চুপ
দিবাকর এলে জানি আসে কোলাহল।
অন্ধকার ভুলে আমি জ্বালিয়াছি আলো-
সকল প্রহর শেষে সৌন্দর্য ছড়াল।
          -------------


# সনেট