বাগিচা ফুলের মতো- ওঠো হেসে আজ,
হঠাৎ মন আঙিনায়; আজ বিকশিত
শতেক হৃদয় পুষ্প! আমি আমন্ত্রিত-
বাগিচায় এসে দেখি- নতুনের সাজ;
অনুভূতি জুড়ে থাকে গীত-নিত্য লাজ,
তুমি যে এসেছ আজি অতি অভিভূত-
মৃত সঞ্জীবনী স্পর্শে; ক্ষণিক লজ্জিত
ওই পথে চেয়ে থাকা- একমাত্র কাজ।


একবার দাও ধরা, বিদ্যুতের মতো-
নিমেষে এনেছ দেখি শত বাক্যালাপ;
হৃদয়মন্দিরে এসে তুমি আলোকিত!
আমার দুয়ারে জমা প্রণয় বিলাপ-
আবার আসিবে কবে! আজ বলো দেখি;
হৃদয় মাঝেতে পেয়ে তাকে লিখে রাখি।
                 ------


# সনেট