প্রণয়ের চিহ্নটুকু আঁকা আছে মুখে-
সেটাই সম্বল করি গচ্ছিত এ সুখে।


তোমার এ প্রাণে মোর নিহত শরীর
সব কিছু চূর্ণ করি আমি যে স্থবির!


বেলা সব চলে যায়- অকারণে বসে
সম্পর্ক টিকে থাকে তবু অবশেষে।


জীবন জটিল বড়ো সম্পর্কে রহস্য,
নাবালক অন্ধকারে প্রহরে আদর্শ।


সেখানেই ভিত কাটি তোমার ই জন্য;
সেই উষ্ণতায় আজ আমি যে নগণ্য!


নিহত এ বেলা যায় করুণ চিৎকারে-
তবুও সুরভি শুনি অস্তিত্ব মিনারে।


আবরণ মুছে যায় বিলীন সভ্যতা-
সেখানে টিকিয়ে রাখি মোর প্রাণসত্তা।
         ---------