আমার এ প্রতিদিনে তুমি
স্বপনের সাত রঙে আঁকা;
জোনাকির স্বপনেতে আমি
আকাশের মাঝে বেঁচে থাকা।


কথার মাঝেতে অনাবিল
আকাশেতে কত চন্দ্র ওঠে;
জোনাকিরা তবু ঝিলমিল
স্বপ্ন ঘুমে কত ফুল ফোটে।


তুমি ছাড়া সব থাকে শূন্য
গানের ঘরে মন বসেনা;
বিষাদেতে বসে থাকি ধন্য
কাছেতে এসে ভালোবাসে না।


একবার তুমি ফিরে এসো
বসো এসে মোর মুখোমুখি;
প্রণয়ের বাতাসেতে ভাসো
সব ভুলে আমরা যে সুখী।
------